ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা পাঁচ বেকারিকে 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা পাঁচ বেকারিকে 

চট্টগ্রাম: নগরের পশ্চিম মাদারবাড়ীর যুগী চাঁদ মসজিদ লেনের পাঁচটি বেকারিকে সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বিউটিফুল সুপার বেকারিকে ৪ লাখ, মাহফুজ বেকারিকে ৪ লাখ, প্রগতি বেকারিকে ৫ লাখ, চট্টলা বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ২ লাখ ও তামান্না বিস্কুট অ্যান্ড কনফেকশনারিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

 

রোববার (১২ মার্চ) নিরাপদ খাদ্য আইন, বিএসটিআই আইন এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে এসব জরিমানা করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. ইকবাল হাসান।  

অভিযানে অংশ নেওয়া বিএসটিআইয়ের কর্মকর্তা জিল্লুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বিএসটিআই সনদ, পণ্য মোড়কজাতকরণ সনদ, ওজন পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন সনদ, স্যানিটারি সনদ, কর্মীদের ফিটনেস সনদ ইত্যাদি না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পৃথক পৃথক আইনের মামলায় এসব জরিমানা করা হয়েছে। অভিযানকালে কয়েকটি বেকারিতে একই তেল বার বার ব্যবহার, পোড়া তেলে মাছি তেলাপোকা ভাসতে দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।