ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নাজিরহাট ও বোয়ালখালীতে চলছে ভোট গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
নাজিরহাট ও বোয়ালখালীতে চলছে ভোট গ্রহণ ...

চট্টগ্রাম: নাজিরহাট পৌরসভা ও বোয়ালখালী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮ টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়।

শেষ হবে বিকেল ৪টায়।

ভোট গ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি বাংলানিউজকে বলেন, আমাদের সব প্রস্তুতি রয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। আশা করছি শেষ পর্যন্ত এ পরিস্থিতি বজায় থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচনী এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্বে রয়েছেন। এছাড়া কেন্দ্রে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বোয়ালখালীতে ৮৬টি কেন্দ্রের ৫১৮টি ভোট কক্ষে ও নাজিরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের ২২টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

নাজিরহাট পৌরসভায় মেয়র পদে ৫ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, বোয়ালখালী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র দুইজন প্রার্থী রয়েছে। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, আনারস প্রতীকে স্বতন্ত্র হিসেবে উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম মিজানুর রহমান এবং দোয়াত-কলম প্রতীকে কাজী আয়েশা ফারজানা।

বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৬ হাজার ১৬৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৬৬৬ জন ও মহিলা ভোটার ৯৮ হাজার ৫০১ জন। অন্যদিকে নাজিরহাট পৌরসভা নির্বাচন মোট ভোটার সংখ্যা ৪৮ হাজার ৩৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৬২৫ জন ও মহিলা ভোটার ২২ হাজার ৭১৩ জন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা,  মার্চ ১৬, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।