ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জিইসি কনভেনশনে ঈদ বস্ত্র মেলা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
জিইসি কনভেনশনে ঈদ বস্ত্র মেলা উদ্বোধন

চট্টগ্রাম: ঈদসহ সামাজিক উৎসবে দেশি পণ্য কেনার মাধ্যমে দেশের বস্ত্র, জামদানি ও কুটির শিল্পকে এগিয়ে নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী।  

সোমবার (২৭ মার্চ) বিকেলে নগরের জিইসি কনভেনশন হল চত্বরে বাংলাদেশ জামদানি ম্যানুফ্যাকচারাস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত রমজান মাসব্যাপী ৭ম ঈদ বস্ত্র, জামদানি ও ক্ষুদ্র শিল্প মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

মেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. জহির আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক ও জিইসি কনভেনশন সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর এআরএম শামীম উদ্দিন।  

সবার জন্য উন্মুক্ত এই ঈদ বস্ত্র, জামদানি ও ক্ষুদ্র শিল্প মেলা চলবে চাঁদরাত (ঈদের আগের রাত) পর্যন্ত।

 

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।