চট্টগ্রাম: স্বাধীনতা দিবসে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগে প্রথম আলোর সম্পাদক, নির্বাহী সম্পাদক ও প্রতিবেদককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস।
বুধবার ওই সংবাদপত্রের ঠিকানায় পাঠানো এ নোটিশে ৭ দিনের মধ্যে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়।
বুধবার (২৯ মার্চ) দেওয়া এই আইনি নোটিশে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ এবং প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বিবাদী করা হয়।
লিগ্যাল নোটিশ দেওয়া আইনজীবী মিঠুন বিশ্বাস বলেন, ‘ডাকযোগে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।
এদিকে, বুধবার ভোর ৪টার দিকে পুলিশের সিআইডি সদস্য পরিচয়ে প্রথম আলোর সাভারের প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুরে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন গোলাম কিবরিয়া নামের এক ব্যক্তি।
বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এমআই/টিসি/এফআর