ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশ দেখে পালালো চালক, গাড়ি থেকে বিদেশি মদ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
পুলিশ দেখে পালালো চালক, গাড়ি থেকে বিদেশি মদ উদ্ধার  ...

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেট কার থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর চারটার দিকে জিপিএইচ ইস্পাত কারখানার গেইটের সামনে থেকে গাড়িটি রেখে পালিয়ে যায় চালক।

 

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, ভোরে পুলিশের পেট্রোল টিম গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকার (রেজি. নম্বর ঢাকা মেট্রো গ ১১-৩৭৫৫) থামানোর জন্য সংকেত দেয়। চালক সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে জিপিএইচ ইস্পাত গেইটের সামনে রাস্তার পাশে রেখে পালিয়ে যায়।

এরপর স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে গাড়ি খুলে ভিতর থেকে ২শ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। চালকের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।