ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনা: আহত অটোরিকশা চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনা: আহত অটোরিকশা চালকের মৃত্যু ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অটোরিকশা চালক মো. আকতার হোসেন জনি (২৪) মারা গেছেন।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জনির বন্ধু মো. মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে থেকে নগরের ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জনির বাড়ি পটিয়ায় উপজেলার কুসুমপুরা গ্রামে। বাবার নাম নুরুল হাকিম। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। তাঁর বড় দুই ভাইও গাড়িচালক।

জনির বড় ভাই মো. মহিউদ্দিন বলেন, দুর্ঘটনায় জনির মাথা ও বুকে গুরুতর আঘাত লেগেছিল। বাম পা থেঁতলে যায়। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।

এ নিয়ে দুর্ঘটনাকবলিত ওই অটোরিকশার চালক ও যাত্রীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। অন্যরা হলেন- আনজুমা আক্তার (৪০), মো. করিম (৫৪), মো. সেলিম (৪৫), বাবুল দে (৬০) ও আবু ফয়েজ (২৫)।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।