ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাড়তি ভাড়া আদায়, জরিমানা গুনলো ৪ বাস কাউন্টার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
বাড়তি ভাড়া আদায়, জরিমানা গুনলো ৪ বাস কাউন্টার

চট্টগ্রাম: ঈদযাত্রায় বাস কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা প্রদর্শন না করে বাড়তি ভাড়া আদায় করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (১৯ এপ্রিল) বিকালে বহদ্দারহাট, চান্দগাঁও থানার মোড়, কর্ণফুলী সেতু এলাকায় কয়েকটি বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।

 

এ সময় এসব কাউন্টারের বিরুদ্ধে ভাড়ার তালিকা প্রদর্শন না করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা।

বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, বহদ্দারহাট, চান্দগাঁও থানার মোড়, কর্ণফুলী সেতু এলাকায় কয়েকটি বাস কাউন্টারে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এমন তথ্যে অভিযান চালানো হয়।

এছাড়া প্রতিটি কাউন্টারে বাস ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে নির্দেশনা দেয়ার পরেও সেই নির্দেশনা মানা হয়নি। যে কারণে অভিযান চালিয়ে চারটি কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান ঈদ যাত্রা পর্যন্ত অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।