ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শোক: মাওলানা রুহুল আমিন কাতেব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, অক্টোবর ৪, ২০২৪
শোক: মাওলানা রুহুল আমিন কাতেব মাওলানা রুহুল আমিন কাতেব

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রভাষক মো. নকিবের বাবা মাওলানা রুহুল আমিন কাতেবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম।

মাওলানা রুহুল আমিন কাতেব চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের সদস্য মো.নকিবের বাবা।

 

এক শোক বার্তায় ফোরামের সভাপতি এসএম রানা ও সাধারণ সম্পাদক ওমর ফারুক নকিব এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তারা মরহুম মাওলানা রুহুল আমিন কাতেবের আত্মার মাগফেরাত কামনা করেন।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার পুঁটিবিলা ইউনিয়নের হাফেজপাড়ায় নিজবাড়িতে ইন্তেকাল করেন মাওলানা রুহুল আমিন কাতেব। মৃত্যুকালে বয়স হয়েছিলেন ৮৫ বছর। তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান।  


শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় হাফেজপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।