ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবি চাকসু ও হল সংসদ নির্বাচনে ১২শত পুলিশ মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩২, অক্টোবর ১৫, ২০২৫
চবি চাকসু ও হল সংসদ নির্বাচনে ১২শত পুলিশ মোতায়েন চবি চাকসু ও হল সংসদ নির্বাচনে ১২ শত পুলিশ মোতায়েন

চট্টগ্রাম:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১২ শতাধিক সদস্য মাঠ পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তাঁদের মধ্যে সাদা পোশাকধারী সদস্য, রিজার্ভ ফোর্স, ট্রাফিক পুলিশ, গোয়েন্দা শাখা ও বিশেষ টহল দল অন্তর্ভুক্ত রয়েছে।


 মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের মাঠে নিরাপত্তামূলক ব্রিফিং প্যারেডে জেলা পুলিশ সুপার  এ তথ্য জানান।

চাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম জেলা পুলিশ প্রস্তুত রয়েছে জানিয়ে পুলিশ সুপার  মো.সাইফুল ইসলাম সানতু বলেন, নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে । প্রত্যেক কর্মকর্তাকে আইনানুগভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাই।

এসময় চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো.জুনায়েদ কাউছার, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।