ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সুপেয় পানির তীব্র সংকট, এলাকাবাসীর মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
সুপেয় পানির তীব্র সংকট, এলাকাবাসীর মানববন্ধন  ...

চট্টগ্রাম: নগরের গোসাইলডাঙ্গা এলাকায় সুপেয় পানির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে পশ্চিম গোসাইল ডাঙ্গা বেচা শাহ মসজিদ কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, গত একমাস ধরে পানির তীব্র সংকট চলছে। অথচ বিষয়টি সমাধানে ওয়াসা কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কোনো সমাধান আসেনি।

তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।

গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বাসিন্দা লায়ন নবাব হোসেন মুন্না বাংলানিউজকে বলেন, রমজান মাসেও আমাদের দুর্ভোগের শেষ ছিল না। গত এক মাস ধরে ফিল্টার পানি কিনে ব্যবহার করতে হচ্ছে। পানির তীব্র সংকট হওয়া স্বত্ত্বেও কোনো কর্ণপাত করছে না ওয়াসা। আমরা চাই দ্রুত এ সমস্যার সমাধান হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের গভর্ণর লায়ন নবাব হোসেন মুন্না, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী, নারীনেত্রী ঝর্ণা বেগম, স্বপ্নীল বাঙালির সভাপতি ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম বাট, নাছির উদ্দীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।