ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ ভোট গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ ভোট গ্রহণ

চট্টগ্রাম: কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় বিকেল ৪টায়।

চলছে ভোট গণনা।

এর আগে সকালে নগরের বহদ্দারহাট এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ। এছাড়া স উ ম আব্দুর সামাদ ভোট দেন নগরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায়।

এদিকে ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে প্রস্তুতি নিয়েছে আঞ্চলিক নির্বাচন কার্যালয়। নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম খোলা হয়েছে কন্ট্রোল রুম। এখান থেকেই ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান। তিনি বাংলানিউজকে বলেন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন সম্পন্ন করেছে। ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে। কেন্দ্র থেকে ফলাফল আসা মাত্রই ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।