ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের দাবি আদায় করতে হবে: নোমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, মে ১, ২০২৩
আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের দাবি আদায় করতে হবে: নোমান ...

চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিশ্বের উন্নত দেশগুলো প্রতিবছর শ্রমিকদের বেতন বাড়িয়ে সমস্যার সমাধান করে। কিন্তু বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো শ্রমিকদের আট ঘণ্টা শ্রমের দাবি এখনো পূরণ করে পারেনি।

তাই আন্দোলনের মাধ্যমেই শ্রমিকদের ৮ ঘণ্টা শ্রমের দাবি আদায় করতে হবে।  

সোমবার (১ মে) বিকেলে কাজীর দেউড়ি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কেন্দ্র ঘোষিত র‍্যালী ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি জনগণকে বিভীষিকাময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। শ্রমজীবী মানুষ আজ পরিবার পরিজন নিয়ে দিশেহারা। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, জনগণ প্রস্তুত হয়ে রাস্তায় নেমে গেছে। আমরা জীবন দিয়ে হলেও এই সরকারের পতন ঘটিয়ে ছাড়বো।  

বিশেষ অতিথির বক্তব্য ডা. শাহাদাত হো‌সেন ব‌লেন, আজ‌কের শ্রমিক সমা‌বেশ প্রমাণ ক‌রেছে চট্টগ্রাম সরকা‌রের পত‌ন আন্দোলনের জন‌্য প্রস্তুত । ভো‌টের অ‌ধিকার প্রতিষ্ঠায় সবাইকে রাজপথে থাকতে হবে।  

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

সমাবেশে আরও বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, অ্যাডভোকেট আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন ও মহানগর যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে০১ , ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।