চট্টগ্রাম: ইউএস-বাংলা এয়ারলাইনসের (BS-343) ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল পাওয়া গেছে। যা বাংলাদেশি ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকার সমান।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে দুলাল জমাদ্দার নামের যাত্রীর কাছে এসব রিয়াল পাওয়া যায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দররের জনসংযোগ কর্মকর্তা জানান, সন্দেহজনক গতিবিধির কারণে ফ্লাইটের ক্রুরা তাকে চট্টগ্রামে অফলোড করেন।
পরবর্তীতে বিমানবন্দর নিরাপত্তা শাখা (এভসেক), বিমান বাহিনী টাস্ক ফোর্স, কাস্টমস ও গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়। সবার উপস্থিতিতে উক্ত যাত্রীকে বিমানবন্দর কাস্টমসের নিকট সোপর্দ করা হয়।
বর্তমানে আটককৃত যাত্রী কাস্টমস হেফাজতে রয়েছেন এবং আটক যাত্রীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এআর/পিডি/টিসি