ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুর্ঘটনায় নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মে ১৫, ২০২৩
দুর্ঘটনায় নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা ...

চট্টগ্রাম: নগরের অক্সিজেন ও বহদ্দারহাট এলাকায় পৃথক দুর্ঘটনায় নিহত দুজনের পরিবারকে দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

রোববার (১৪ মে) রাতে নিহত দুজনের পরিবারের সদস্যদের হাতে জেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নিহত দুজন হলেন- লালমনিরহাটের আদিতমারি উপজেলার পলাশী বাড়ি এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সী জাহেদুল ইসলাম এবং নগরের এক কিলোমিটার এলাকার যমুনা ক্লাব সংলগ্ন নজরুল কলোনির জাকির হোসেনের স্ত্রী ৫০ বছর বয়সী হাসিনা বেগম। জাহেদুল বিদ্যুতের তার ছিঁড়ে এবং হাসিনা বেগম অগ্নিদুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মোহাম্মদ বাংলানিউজকে বলেন, অক্সিজেন এলাকায় বিদ্যুতের তার জড়িয়ে মৃত জাহেদুল ইসলামের শ্বশুরকে এবং অগ্নিকাণ্ডে নিহত হাসিনা বেগমের স্বামী জাকির হোসেনকে নিহতদের দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, মে ১৫, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।