ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইতে ইটভাটার পাশে পড়েছিল অটোরিকশা চালকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মে ১৯, ২০২৩
মীরসরাইতে ইটভাটার পাশে পড়েছিল অটোরিকশা চালকের মরদেহ ছবি প্রতীকী

চট্টগ্রাম: মীরসরাইয়ের মিঠাছড়া প্রিয়া ব্রিক ফিল্ডের পূর্বপাশে পরিত্যক্ত খালি জায়গা থেকে অটোরিকশা চালক মো. ফারুকের (৪৫) মরদেহ পেয়েছে পুলিশ। তিনি মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ গড়িয়াইশ এলাকার সাহাবুদ্দিন মিস্ত্রি বাড়ির আবুল হাশেমের ছেলে।

 

শুক্রবার (১৯ মে) ভোরে উপজেলার মরদেহটি উদ্ধার করা হয়।

ফারুক বৃহস্পতিবার ভোর ৬টায় নিজের ৪টি গরু নিয়ে বাড়ির একটু দূরে মাঠে যান।

গরুগুলো ফিরে আসলেও ফারুক ফিরে আসেননি। ফারুকের দুই পরিবার হওয়ায় উভয় পক্ষ ধারণা করছিলো ফারুক অপর পরিবারে আছেন। পরে খবর আসে ফারুক মাঠে পড়ে আছে। পরবর্তীতে মিরসরাই থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়রা কেউ বলছেন এটা বজ্রপাতে মৃত্যু, কেউ বলছেন রহস্যজনক।  

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে ফারুকের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারব।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।