ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মিতু হত্যা মামলায় মোশাররফের সাক্ষ্য শেষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মে ২৪, ২০২৩
মিতু হত্যা মামলায় মোশাররফের সাক্ষ্য শেষ

চট্টগ্রাম: মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় বাবা মোশাররফ হোসেনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে মঙলবার (২৩ মে)। এদিন আলামত হিসেবে জমা দেওয়া দুটি বই ও ২৯টি এসএমএস নিয়ে জেরা করা হয়।

 

চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে রাষ্ট্রপক্ষের পুনঃতলব আবেদনে মোশাররফকে হাজির করা হয়। ১১ জুন মামলায় পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে।

সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন মিতুর বাবা মোশাররফকে জেরা করেন। কক্সবাজারে বিদেশি এক এনজিও’র নারী কর্মীর উপহার দেওয়া দুটি বই এবং বাবুলের মোবাইলে পাঠানো ২৯টি এসএমএস বিষয়ে জেরা করা হয়।

বাবুল আক্তার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হওয়ার পর ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় সড়কে খুন হন মিতু। ছয় বছর পর পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে, বাবুলের পরিকল্পনায় খুন হন তার স্ত্রী।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মে ২৪, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।