ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে ভুয়া ডাক্তারের এক মাসের কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মে ৩১, ২০২৩
মীরসরাইয়ে ভুয়া ডাক্তারের এক মাসের কারাদণ্ড  ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে একজন ভুয়া ডাক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে ড্রাগ আইন অমান্য করায় ৯ ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৩১ মে) দুপুরের দিকে উপজেলার সদর ও মস্তাননগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ।  

তিনি বাংলানিউজকে বলেন, উপজেলার ৯টি ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি নিয়ম বহির্ভূত ভাবে প্রেসক্রিপশন ও ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়।

 

তিনি আরও বলেন, এছাড়া চিকিৎসা বিজ্ঞানের উপর কোনো প্রকার সার্টিফিকেট অর্জন না করেই চেম্বার খুলে রোগী দেখা ও প্রেসক্রিপশন দেওয়ার অপরাধে তপন কান্তি নাথ নামে এক ভুয়া ডাক্তারকে্ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ৩১, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।