ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘পরিবেশ রক্ষার আন্দোলনে তরুণদের সোচ্চার হতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জুন ৫, ২০২৩
‘পরিবেশ রক্ষার আন্দোলনে তরুণদের সোচ্চার হতে হবে’ ...

চট্টগ্রাম: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জয় তারুণ্য ও  এক টাকায় বৃক্ষরোপণের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৫ই জুন)  সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান এবং প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, পরিবেশের আমাদের দরকার নেই, আমাদেরই বরং বেঁচে থাকার জন্য পরিবেশকে দরকার।

তাই পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে। বহুদেশে পরিবেশ নিয়ে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হচ্ছে। সেদিক থেকে তোমরা অনেক ভাগ্যবান পরিবেশ রক্ষায় কথা বলতে পারছো। পরিবেশ রক্ষার আন্দোলনে তরুণদের আরও সোচ্চার হতে হবে। তারাই পারে আগামীর সুন্দর পৃথিবী গড়তে।  

উদ্বোধকের বক্তব্যে অধ্যাপক ডা. ইসমাইল খান বলেন, পরিবেশের সঙ্গে আমাদের স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে। আমাদের নিজের প্রয়োজনে বেঁচে থাকার জন্যে পরিবেশ রক্ষা করা উচিত।  
 
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক বলেন, আমরা পরিবেশ রক্ষার কথা বলি কিন্তু নিজেরা এসি রুম ছাড়া বসতে চায় না। আমাদের আগে নিজেদের শোধরাতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। পরিবেশ দূষণ হয় এমন কাজ করা যাবে না। আমরা যদি সবাই এগিয়ে আসি তবে পরিবেশ দূষণ রোধ সম্ভব 

এক টাকায় বৃক্ষরোপণ'র সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিনের সঞ্চালনায় জয় তারুণ্যের সভাপতি ডা. ইয়াসিন মো. আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, পরিবেশবিদ ও বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, ওব্যাট থিংক ট্যাংকের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, ইয়ুথ ফর সাসটেইনভিলিটি-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্য ফারিহা নানজিবা, এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসলাম, লাল সবুজ সোসাইটির সাবেক সভাপতি মুবাশ্বির তাহমিদ, নগরফুলের সাংগঠনিক শামসুল আলম রাসেল, চন্দনাইশ ছাত্র সমিতি'র দপ্তর সম্পাদক আসিফ করিম সাকিব প্রমুখ ।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জুন ৫, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।