ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম ১০ উপনির্বাচন: কোন প্রার্থীর কত সম্পদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
চট্টগ্রাম ১০ উপনির্বাচন: কোন প্রার্থীর কত সম্পদ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের (ডবলমুরিং-হালিশহর-খুলশী) উপনির্বাচনের প্রার্থীরা জমা দিয়েছেন হলফনামা। এর মধ্যে তারা নগদ টাকা, ব্যাংকে জমা, বিনিয়োগ, সম্পদ, স্বর্ণালংকার ইত্যাদির তথ্য জমা দিয়েছেন।

 

সেই তথ্য বিশ্লেষণে দেখা গেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নগর যুবলীগের সাবেক আহবায়ক মহিউদ্দিন বাচ্চুর কাছে নগদ টাকা রয়েছে মাত্র ৬ লাখ ৬৬ হাজার ২৪৫ টাকা। স্ত্রী জিনাত আকতারের নামে ব্যাংকে জমা ৬ লাখ ৪৫ হাজার টাকা।

তাদের নামে পৃথক পাঁচটি কোম্পানিতে বিনিয়োগ ১ কোটি ৮ লাখ টাকা। দুইটি গাড়ি বাবদ সম্পদ ৯০ লাখ টাকা। স্ত্রীর নামে সাড়ে তিন লাখ টাকার স্বর্ণাংলকার রয়েছে।  

বাচ্চুর নিজের নামে ৩ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৫০০ টাকার অকৃষি জমি রয়েছে। স্ত্রীর নামে রয়েছে ২৩ লাখ ২০ হাজার টাকার ফ্ল্যাট। বাচ্চুর ব্যবসা থেকে আয় বছরে ১৭ লাখ ৪৩ হাজার ৫২৫ টাকা। নির্ভরশীলদের আয়ও চার লাখ ৫৫ হাজার টাকা। তবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে বাচ্চুর ২ কোটি ৮২ লাখ ২২ হাজার ৬০৬ টাকার ব্যাংকঋণ আছে। ‘স্বশিক্ষিত’ বাচ্চুর বিরুদ্ধে কোনো মামলা নেই বলে উল্লেখ করেছেন হলফনামায়।  

জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম পেশায় ব্যবসায়ী। ব্যবসা থেকে তার বছরে আয় ৫ লাখ টাকা। নগদ আছে মাত্র ১০ হাজার টাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ২ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৮৩২ টাকা এবং ডাচ বাংলা ব্যাংকে ৫ লাখ ৭৭ হাজার ২০০ টাকা জমা রয়েছে।

তৃণমূল বিএনপি প্রার্থী দীপক কুমার পালিতের শিক্ষাগত যোগ্যতা বিকম। চাকরি থেকে বছরে ৯ লাখ ৯০ হাজার ১৯৬ টাকা আয় করেন। অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে নগদ টাকা আছে ১১ লাখ ৮৮ হাজার ১১১ টাকা।  বিনিয়োগ আছে ৩০ লাখ টাকা। ৩ লাখ টাকা দামের গাড়ি আছে। স্ত্রীর স্বর্ণ আছে ৩০ ভরি। নিজ নামে ৪০ লাখ টাকা দামের অকৃষি জমি আছে। ৩১ লাখ ১৫ হাজার টাকা দামের দালান আছে। গৃহনির্মাণের ঋণ আছে ২০ লাখ ৪৫ হাজার ৬০৩ টাকা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন। গত ২ জুন  আফছারুল আমীন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল আজ মঙ্গলবার (৪ জুলাই)। এ ছাড়া মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। সব কেন্দ্রে ভোট নেওয়া হবে ইভিএমে। ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।  

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।