ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মহিউদ্দিন বাচ্চুকে জয়ী করতে ‘বিরাশিয়ান’র সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
মহিউদ্দিন বাচ্চুকে জয়ী করতে ‘বিরাশিয়ান’র সভা ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে জয়ী করতে মতবিনিময় সভা করেছে এসএসসি-১৯৮২ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘বিরাশিয়ান’।  

শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় নগরের আগ্রাবাদের আনোয়ার ট্রেড সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের আহ্বায়ক আনোয়ার আহমেদের সভাপতিত্বে এবং নাসরিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসএসসি-১৯৮২ ব্যাচের কৃতি শিক্ষার্থী মহিউদ্দিন বাচ্চুকে দলীয় প্রার্থী মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ‘বিরাশিয়ান’ সদস্যরা।

সভায় আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চুও উপস্থিত ছিলেন।

 এ সময় তিনি আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। সেইসঙ্গে এমন আয়োজনের জন্য ‘বিরাশিয়ান’ সদস্যদের ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি মনজুর কাদের বলেন, যে কোনো মূল্যে বন্ধু বাচ্চুর জয় নিশ্চিত করার লক্ষ্যে ভেদাভেদ ভুলে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।

বাচ্চুকে ‘বিরাশিয়ান’দের গর্ব উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য বলেন, বাচ্চু আমাদের গর্ব, ওর জয় বিরাশিয়ানদের জয়। তাকে জয়ী করতে আমরা কাজ করবো।

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স এসোসিয়েশন (বাফা) সহ সভাপতি এবং বাংলাদেশ শিপিং এজেন্টস’ এসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন বলেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ মোঃ মহিউদ্দিন বাচ্চুর জয়কে নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনী এলাকার পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে। আমাদের লক্ষ্য এখন একটি। ৩০ জুলাই মহিউদ্দিন বাচ্চুর জয় নিশ্চিত করে তাকে সংসদ সদস্য হিসাবে জাতীয় সংসদ ভবনে পাঠানো।

সভায় আরো বক্তব্য দেন মীর্জা মো। জসিম উদ্দিন, অধ্যাপক মো। ইউনুস, হাসনা হেনা, নুরুল আফসার, আবদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।