ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দোহাজারী পৌর নির্বাচনে নৌকায় ভোট চাইলেন মামুন চৌধুরী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
দোহাজারী পৌর নির্বাচনে নৌকায় ভোট চাইলেন মামুন চৌধুরী 

চট্টগ্রাম: আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী পৌরসভা প্রনির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য মামুন চৌধুরী।

এসময় তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ ও লিফলেট বিতরণ করেন।

বিগত ১৪ বছরে দেশের মেগা মেগা উন্নয়ন সহ চন্দনাইশের দোহাজারী পৌরসভায় সরকারের উন্নয়ন ও চলমান প্রকল্পগুলোর কথা তুলে ধরেন।  

তিনি বলেন, ঐতিহ্যগতভাবে ব্রিটিশ আমল হতে দোহাজারী এলাকাটি নামকরা।

এটি নানান কারণে পিছিয়ে পড়েছিল। কিন্তু দোহাজারী ইউনিয়নকে মাননীয় প্রধানমন্ত্রী পৌরসভা ঘোষণা করেছেন। ৭ বছর পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী দোহাজারী পৌরসভা ঘোষণা হওয়ার পর হতে দোহাজারী পৌর শহরের প্রায় ৪০ কোটি টাকার উন্নয়ন চলছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দোহাজারী একটি মডেল পৌরসভা হিসেবে তৈরি হবে।  

গণসোংযোগ শেষে দোহাজারী পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুর শুক্কুরের সভাপতিত্বে জনসভায় যোগ দেন মামুন চৌধুরী। এসময়  ভোটারদের নৌকা মার্কায় ভোট দিতে আকুল আবেদন জানান তিনি।  

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা চেয়ারম্যান আবদুর জব্বার চৌধুরী, দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী,   চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।