ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে অভিযান, ৬ বাসকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে অভিযান, ৬ বাসকে জরিমানা  ...

চট্টগ্রাম: চন্দনাইশে বিভিন্ন গাড়িতে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।  

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দোহাজারীতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় মোট ৬টি বাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে বাসগুলো থেকে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এছাড়া নিষিদ্ধ পলিথিন বিক্রয় করায় দোহাজারীর হক স্টোরকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। ওই দোকান থেকে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক ঊর্মি সরকার। সার্বিক সহযোগিতায় ছিলেন দোহাজারী পুলিশ ফাঁড়ির একটি দল।  

চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক বাংলানিউজকে বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর বিভিন্ন ধারায় এই অর্থদন্ড প্রদান করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।