ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে গোলাম আযম প্রতিরোধ দিবস পালন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
চট্টগ্রামে গোলাম আযম প্রতিরোধ দিবস পালন ...

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রাম গোলাম আযম প্রতিরোধ দিবস পালন করেছে। ১৯৯৪ সালের ২৬ জুলাই চট্টগ্রামের লালদীঘিতে গোলাম আযম প্রতিরোধ আন্দোলনে জামায়াত শিবির সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত এহসানুল হক মনি, জাফর, টিটু রায়সহ শহীদদের স্মরণ করা হয়।

সভায় বক্তারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠন জামায়াতের রাজনীতি আইন করে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান।

বুধবার (২৬ জুলাই) চট্টগ্রামের অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পরে দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি আবদুল মালেক খানের সভাপতিত্বে স্মরণসভায় সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার প্রধান অতিথি ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী প্রধান বক্তা ছিলেন।  

বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সাইফুন নাহার খুশি, সহ সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, রাজীব চন্দ, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক দীপন দাশ, ইমরান হোসেন মুন্না, মাহি আল জিসা, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন সালাউদ্দিন, প্রচার সম্পাদক জবুরুত উল্লাহ জয়, দপ্তর সম্পাদক ডা. মনিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা কোহিনূর আকতার, উপ দপ্তর সম্পাদক ভাস্কর দেব, সহ সম্পাদক খোরশেদ আলম, ইমন দত্ত, সদস‍্য মিশু সেন, সুমন দাশ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।