ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘দেশের সবক্ষেত্রেই উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
‘দেশের সবক্ষেত্রেই উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী’ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে দেশের সবক্ষেত্রেই উন্নয়ন করেছেন। এখন মানুষের দৌরগোড়ায় পৌছে গেছে নানান সেবা ও সুবিধা।

বুধবার (২ আগস্ট) নরের আমিন শিল্পাঞ্চলে সরকারের টিআর কর্মসূচির আওতায় ৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের রক্ত-ঘামে দেশের অর্থনীতি সচল থাকে।

শ্রমিকরা দেশকে বাঁচিয়ে রেখেছে। অথচ এক শ্রেণির মানুষ শ্রমিকদের রাজনীতির নামে শোষণ করে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শাসনামলে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। প্রবৃদ্ধির হার ঊর্ধ্বমুখী। মানুষ না খেয়ে নেই। শ্রমিকরা সুখে আছে। শিল্প-কারখানাগুলো ভালোই চলছে। গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি পেয়েছে। বছরের প্রথমদিন শিক্ষার্থীদের বই দেওয়া হয়। দেশে এখন আর বিদ্যুৎ ঘাটতি নেই বললেই চলে।  

দেশের স্থিতিশীল অবস্থা বজায় রাখতে আগামীতে আবারও নৌকার ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।  

এ সময় আরও উপস্থিত ছিলেন ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ সরকার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক শফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, আবদুল লতিফ, কামাল হোসেন, লাল মিয়া,শাহাদাত হোসেন, এম মামুনুর রশিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।