ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বৃষ্টিতে মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, আগস্ট ৬, ২০২৩
বৃষ্টিতে মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু  ...

চট্টগ্রাম: বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে ভারি বর্ষণে বাড়ির মাটির দেয়াল ধসে মো. মিজবাহ নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল হামিদ।

মো. মিজবাহ (৩) সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলগাঁও গ্রামের কৃষক রফিউল আলমের ছেলে।  

ইউপি সদস্য মো. আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, রাতের কোনো এক সময় দেয়াল ধসে শিশুটি মারা যায়।

শিশুটির বাবা কৃষিকাজ করেন। বেশ কিছুদিন ধরে শিশুটির মা অসুস্থ। চিকিৎসা সহ বিভিন্ন কারণে আর্থিক অনটনে আছে পরিবারটি। তাই বর্ষা আসার আগে বাড়িও মেরামত করতে পারেনি। অতি বৃষ্টির কারণে দেয়াল ধসের ঘটনা ঘটেছে।   রোববার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।

বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, দেয়াল ধ‌সে নিহ‌তের প‌রিবার‌কে প্রশাস‌নের পক্ষ থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা করা হ‌বে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।