ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় বন্যা দুর্গতদের পাশে রোটারি ক্লাব অব চট্টগ্রাম 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
সাতকানিয়ায় বন্যা দুর্গতদের পাশে রোটারি ক্লাব অব চট্টগ্রাম 

চট্টগ্রাম: প্রবল বর্ষণে পাহাড়ী ঢলে সাতকানিয়ায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবার পেলো রোটারি ক্লাব অফ চট্টগ্রাম এরিস্টোক্রেটের সহায়তা।  

শুক্রবার (১২ আগস্ট) উপজেলার কাঞ্চনা এলাকায় বন্যা দুর্গত এসব অসহায় পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দেন ক্লাবের সদস্যরা।

 

রোটারিয়ান সরোজ বড়ুয়া বলেন, আমরা চেষ্টা করেছি কিছু পরিবারকে সহযোগিতা করার, এটা হয়তো খুবই সামান্য কিন্তু তারপরও আমরা সামিল হতে চেয়েছি মানবতার জন্য, পাশে থাকার জন্য। বন্যা দুর্গতদের জন্য রোটারেক্টর ভাইদের যাদের চেষ্টা ছিলো অদম্য, যাদের মাধ্যমেই আমরা আমাদের এই ছোট্ট ইচ্ছাটি পরিপূর্ণ করতে পেরেছি

সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশে টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যায় লাখ লাখ মানুষের বাড়িঘর।

মহাসড়কে পানি উঠে যাওয়ায় তিনদিন বন্ধ ছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। খাবার ও সুপেয় পানির সংকটে পড়েন গ্রামের মানুষ।  

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ১২. ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।