ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে পুকুরে ডুবে বৌদ্ধ শ্রমণের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
বোয়ালখালীতে পুকুরে ডুবে বৌদ্ধ শ্রমণের মৃত্যু 

চট্টগ্রাম: বোয়ালখালীতে সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শুভানন্দ (১৭) নামে এক বৌদ্ধ শ্রমণের মৃত্যু হয়েছে।  

শনিবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ব আমুচিয়া ধর্মদূত বিহারে এ ঘটনা ঘটেছে।

শুভানন্দ কক্সবাজারের উখিয়া উপজেলার শৈলের ডেবা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের রনজিত বড়ুয়ার ছেলে। সে ওই বৌদ্ধ বিহারে ভিক্ষু বা সন্যাসী হওয়ার দীক্ষা নিত।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজল দে জানান, বিহারের পাশের পুকুরে ফুটবল ধরে সাঁতার শেখার সময় বৌদ্ধ শ্রমণ শুভানন্দ পানিতে তলিয়ে যায়। বোয়ালখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন জাল দিয়ে সাড়ে ৩টার দিকে শুভানন্দের মরদেহ উদ্ধার করেন।

বিহারাধ্যক্ষ রত্নজিত ভিক্ষু বলেন, গত ৩ দিন ধরে ধর্মদূত বিহারে অবস্থান করছে শ্রমণ শুভানন্দ। সে সাঁতার জানতো না। এলাকার বাচ্চাদের পুকুরে ফুটবল ধরে সাঁতার কাটতে দেখে শুভানন্দ সাঁতার শিখতে চেয়ে ছিল।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।