ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তারেক জিয়াকে দেশে এনে শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
তারেক জিয়াকে দেশে এনে শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ 

চট্টগ্রাম: ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফেরত এনে শাস্তির আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আকবরশাহ ও পাহাড়তলী থানা আওয়ামী লীগের অঙ্গসংগঠন।  

শনিবার (২৬ আগস্ট) বিকেলে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে আকবরশাহ ও পাহাড়তলী থানা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বের করা হয়।

 
মিছিলটি নগরের এ কে খান মোড় থেকে শুরু হয়ে সিডিএ ও সিটি গেইটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্ণেলহাট মোড়ে এসে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
 
এসময় নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, স্বাধীনতা বিরোধীদের দল ৭৫ এর ১৫ আগস্ট আমাদের বঙ্গবন্ধুকে কেড়ে নিয়েছিলো। একইভাবে তাদের উত্তরসূরী তারেক জিয়ার নির্দেশে নীল নকশা সাজিয়ে গ্রেনেড হামলা করে আমাদের নেত্রীকেও কেড়ে নেওয়ার চেষ্টা করে। কোটি কোটি জনতার দোয়ায় সেদিন নেত্রী বেঁচে গেলেও নিহত হয় ২৪টি তাজা প্রাণ। বঙ্গবন্ধু কন্যাসহ আহত ৩০০ নেতাকর্মী আজও সেই ক্ষত নিয়ে ঘুরে বেড়াচ্ছে।  এই ঘটনার মাস্টারমাইন্ড তারেক জিয়া এখনও বিদেশে পলাতক। স্বাধীন বাংলার এ সকল কালো অধ্যায়কে কলঙ্কমুক্ত করতে দ্রুত তারেক জিয়াকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, মহানগর যুবলীগ নেতা হোসাইন আহম্মেদ রুবেল, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আলো, মহানগর যুবলীগ নেতা নূর উদ্দিন মিল্টন, ফয়সাল মাকসুদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।