ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপির ৪ থানায় ওসি পদে রদবদল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
সিএমপির ৪ থানায় ওসি পদে রদবদল 

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) এগারো পুলিশ পরিদর্শক পদে রদবদল হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় এই বদলি আদেশে স্বাক্ষর করেন।

রদবদলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক। তিনি বলেন, চার থানায় ওসি পদসহ ১১ জন পুলিশ পরিদর্শক পদে রদবদল হয়েছে।

এছাড়াও সিএমপির সহকারী কমিশনার (এসি) সাতটি পদে রদবদল করা হয়েছে।

সিএমপি সূত্রে জানা গেছে, নগরের ডবলমুরিং থানার ওসি শাখাওয়াত হোসেনকে নগর গোয়েন্দা পুলিশে বদলি করা হয়। তাঁর স্থলে নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি) পরিদর্শক ফজলুল কাদের পাটোয়ারীকে নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়। পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমানকে সিটিএসবিতে, তাঁর স্থলে হালিশহর থানার ওসি জহির উদ্দিনকে, হালিশহর থানায় ওসির দায়িত্ব দেওয়া হয় বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কায়সার হামিদকে। এ ছাড়া ইপিজেড থানার ওসি আবদুল করিমকে সিটিএসবিতে, তাঁর স্থলে বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোসাইনকে ওই থানার ওসি, কোতোয়ালী থানার পরিদর্শক (অভিযান) আরমান হোসেনকে ওই থানার পরিদর্শক (তদন্ত), তার স্থলে সিটিএসবির পরিদর্শক নুরুল বাশারকে, অপরাধ শাখার পরিদর্শক আল মামুনকে বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত), গোয়েন্দা পুলিশের পরিদর্শক শহিদুর রহমানেক বাকলিয়া থানার পরিদর্শক তদন্ত পদে রদবদল করা হয়।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।