ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জামায়াত নেতা হেলালীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
জামায়াত নেতা হেলালীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।  

বুধবার (৩০ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে কারাফটকে জিজ্ঞাসাবাদের এ আদেশ দেন।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান।

পুলিশে জানায়, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর নামে চট্টগ্রামের বিভিন্ন থানায় প্রায় ৩৯ এর অধিক নাশকতার মামলা রয়েছে।

গত ২৮ জুলাই ডবলমুরিং এলাকায় মিছিল থেকে পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনার অন্যতম পরিকল্পনাকারী। এছাড়াও তিনি গত ২৩ আগস্ট বন্দর এলাকায় মিছিল থেকে গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলাসহ বাকলিয়া থানার ২০২২ সালের একটি মামলার পলাতক আসামি। গত সোমবার নগরের পাঁচলাইশ বাদুরতলা থেকে হেলালীকে গ্রেফতার করা হয়। তিনি ডবলমুরিং থানায় পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায়ও এজাহারভুক্ত আসামি।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।