ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলিতে মিললো স্কুলছাত্রের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, আগস্ট ৩১, ২০২৩
কর্ণফুলিতে মিললো স্কুলছাত্রের মরদেহ ...

চট্টগ্রাম: কর্ণফুলি নদী থেকে আদ্রিপ অহন সায়ান (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ।  

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে অভয়মিত্র ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।

সায়ান নগরের হাজী মোহাম্মদ মহসিন স্কুলের ছাত্র।  

সদরঘাট নৌ-থানার ওসি মো. একরাম উল্লাহ বাংলানিউজকে বলেন, সায়ান নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক দৃষ্টিতে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।  

তিনি বলেন, গত দুই দিন আগে চকবাজার এলাকা থেকে ছেলেটি নিখোঁজ হয়। এনিয়ে পরিবারের পক্ষ থেকে চকবাজার থানায় সাধারণ ডায়েরিও করা হয়। তার বাবা পুলিশকে জানিয়েছেন, তাকে পড়ালেখা নিয়ে বাসায় বকাবকি করা হয়। এরপর থেকে সে নিখোঁজ হয়। ধারণা করাছি সে নিজে আত্মহত্যা করে থাকতে পারে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।