ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাজা থেকে বাঁচতে ১০ বছর আত্মগোপনে, অবশেষে ধরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, সেপ্টেম্বর ৩, ২০২৩
সাজা থেকে বাঁচতে ১০ বছর আত্মগোপনে, অবশেষে ধরা

চট্টগ্রাম: অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি আমির হোসেন প্রকাশ আমিরা চোরাকে ১০ বছর পর নগরের পতেঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।  

গ্রেফতার আমির হোসেন প্রকাশ আমিরা চোরা (৫২), নোয়াখালী জেলার হাতিয়া থানার জাহাজ সারা এলাকার মৃত আবুল হোসেন প্রকাশ ফলান মিয়ার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বাংলানিউজকে বলেন, হাতিয়া থানার মামলার অস্ত্র মামলার ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি আমির হোসেন প্রকাশ আমিরা চোরা নগরের পতেঙ্গা এলাকায় আত্মগোপনে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে আটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে ১০ বছর যাবৎ নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।