ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৬৪ বছরে আজাদী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
৬৪ বছরে আজাদী

চট্টগ্রাম: স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী ৬৪ বছরে পদার্পণ করেছে। ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর দৈনিক আজাদীর পথচলা শুরু হয়েছিল।

দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক ছিলেন এই অঞ্চলের প্রথম মুসলিম ইঞ্জিনিয়ার। ৬৩ বছর আগে এখানকার মাটি ও মানুষের কথা বলার জন্য তিনি প্রকাশ করেন আজাদী।

সুদীর্ঘ এ পথচলায় আজাদী সত্যনিষ্ঠা, সাহস ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে। পাঠকপ্রিয় এই পত্রিকা ভবিষ্যতেও জনপ্রিয়তা নিয়ে থাকতে চায় মানুষের অন্তরে।

দৈনিক আজাদীর ৬৩ বছর পূর্তিতে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ আছর দৈনিক আজাদী ভবনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।