ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন প্রতীকী ছবি

চট্টগ্রাম: কর্ণফুলীতে ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনে করা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

কারাদন্ডপ্রাপ্ত আসামি আবুল হোসেন (৩৭), ঢাকা জেলার সাভারের কাঞ্চনপুর বেদে পাড়ার আনু মিয়ার ছেলে।


 
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন।

রায়ের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।


 
মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ২৫ জানুয়ারি কর্ণফুলী থানার মইজ্জার টেক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় তদন্ত শেষে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে  অভিযোগ পত্র দেয় পুলিশ। একই বছরের ২৯ অক্টোবর আসামির বিরুদ্ধে   গঠনের মধ্যে দিয়ে বিচার কাজ শুরু হয়। মামলায় সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর বাংলানিউজকে বলেন, ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আবুল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে আসামিকে কারাগারে পাঠানোর হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।