ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নাশকতার মামলায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
নাশকতার মামলায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় নাশকতার মামলায় সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আবদুল আজিজকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগাড়া সদর ইউনিয়নের খান মোহাম্মদ সিকদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, আবদুল আজিজ মজিদারপাড়া এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। ২০১৩ সালে জামায়াত-শিবিরের একটি নাশকতার মামলায় তার সাজা হয়।

গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবদুল আজিজকে শুক্রবার (৮ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।