ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএফডিসিকে পাহাড়তলীতে জমি হস্তান্তর করলো বিটিভি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
বিএফডিসিকে পাহাড়তলীতে জমি হস্তান্তর করলো বিটিভি

চট্টগ্রাম: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আওতাধীন চট্টগ্রামের পাহাড়তলীর ১ একর ৩৭ শতক জমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) হস্তান্তর করা হয়েছে। এতে চট্টগ্রামের বন-পাহাড় সমৃদ্ধ সবুজ লোকেশনে সিনেমা শ্যুটিং ও নির্মাণের প্রাতিষ্ঠানিক অধ্যায় শুরু হলো।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।  

সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে বিটিভির পক্ষে মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম এবং বিএফডিসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন চুক্তিপত্রে স্বাক্ষরকালে বলেন, চট্টগ্রামের পাহাড়তলীর এই মনোরম স্থান দেশের চলচ্চিত্র অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।