ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়কের মাটি কেটে ইটভাটায়, দুই লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
সড়কের মাটি কেটে ইটভাটায়, দুই লাখ টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে লাইসেন্স ছাড়া অবৈধ ইটভাটা পরিচালনা ও সড়কের মাটি কাটার দায়ে ইটভাটার ম্যানেজারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নাজিরহাট-কাজিরহাট সড়কের কোম্পানি টিলা এলাকায় অবস্থিত এফবি ব্রিক নামের ইটভাটায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভিযানে সময় লাইসেন্স ছাড়া অবৈধ ইটভাটা পরিচালনা ও সরকারি রাস্তার মাটি কেটে স্থায়ী ক্ষতিসাধনের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে ওই প্রতিষ্ঠানের পক্ষে ম্যানেজার মো. রফিকুল আলমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে ভুজপর থানা পুলিশ সহায়তা করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।