ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যোগ্য নেতৃত্ব নির্বাচনে নারীরা ভূমিকা রাখতে পারে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
যোগ্য নেতৃত্ব নির্বাচনে নারীরা ভূমিকা রাখতে পারে

চট্টগ্রাম: মহানগর আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, যোগ্য নেতৃত্ব নির্বাচনে নারীরা অগ্রণী ভূমিকা রাখতে পারে। দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী।

নারীরা এখন অনেক সচেতন। তারা এখন ঘর সংসার, সমাজ ও রাষ্ট্রীয় অঙ্গনে চালকের আসনে।
 

শনিবার (৯ ডিসেম্বর) নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহান বিজয় দিবস উপলক্ষে বস্ত্রমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারীরা পরিবারের যেমন সফল, তেমনি ব্যবসা-বাণিজ্য, দাপ্তরিক ও প্রশাসনিক কাজে অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছে। বহু নারী উদ্যোক্তা ঘরে বসেই ব্যবসায়িক সাফল্য অর্জন করছে। নারীরা দেশের অর্ধেক ভোটার। তারা যে কারো জয় পরাজয় নির্ধারণ করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী এবার সবাইকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। তাই পুরুষ মানুষ দ্বারা প্ররোচিত না হয়ে নিজে ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের মানুষকে নির্বাচিত করার সুযোগ এসেছে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, দেলোয়ার হোসেন দেলু, আফরোজা আক্তার পুর্ণিমা, ফারজানা হোসাইন, মোনিরা তানশি, আফিয়া ইমরান স্নেহা, ইশরাত জাহান খানম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
এমআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।