ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কথায়-গানে রবীন্দ্র বন্দনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
কথায়-গানে রবীন্দ্র বন্দনা

চট্টগ্রাম: নগরে ভূবনজোড়া আসনখানি শীর্ষক কথালাপ ও একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ।  

শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথ, মুক্তিযুদ্ধ ও আমার সোনার বাংলা’ শীর্ষক কথামালায় অংশ নেন অনুবাদক আলম খোরশেদ।

আলম খোরশেদ বলেন, আমার সোনার বাংলা গানটির দীর্ঘ ইতিহাস আছে।

শিলাইদহে জমিদারি কাজে আসার পরে পদ্মার বোটে চড়ে ঘুরে বেড়াবার সময় তিনি লোক গানের সুর, বাউল সঙ্গ লাভ করেন। তেমনি এক ডাকপিয়ন গগন হরকরার গলায় তিনি শুনতে পান ‘কোথায় পাব তারে’ গানটি। সেই রবীন্দ্রনাথ মনে এমন ভাবে গেঁথে গেল ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলন চলাকালে তিনি সেই সুরে আমার সোনার বাংলা গানটি লিখেন।

তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের কালে স্বাধীন বাংলা বেতারে বার বার গাওয়া হতো আমার সোনার বাংলা। পরে ৭২ সালে এই গানকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীতের মর্যাদা দেওয়া হয়।

পরে একক সংগীতানুষ্ঠানে অংশ নেন প্রখ্যাত চিকিৎসক রজত কুমার বিশ্বাস, শিল্পী কেশব জিপসী ও শ্রাবণী দেববর্মন। পরিষদের সাধারণ সম্পাদক শ্রেয়সী রায়ের পরিচালনায় সমবেত সংগীত পরিবেশন করেন পরিষদের শিল্পীরা।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।