ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নৌকা বাংলাদেশ এনেছে, স্মার্ট বাংলাদেশও আনবে: নওফেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
নৌকা বাংলাদেশ এনেছে, স্মার্ট বাংলাদেশও আনবে: নওফেল বক্তব্য দেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম: নৌকা প্রকৃতির প্রতীক উল্লেখ করে চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন,  এই নৌকা বাংলাদেশ এনেছে, এই নৌকা স্মার্ট বাংলাদেশ আনবে। আমাকে নয়, শেখ হাসিনার নৌকা প্রতীককে ভোট দিন।

 

মঙ্গলবার (২ জানুয়ারি) সিআরবি চত্বরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।  

নওফেল বলেন, পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জলবায়ু দূষণমুক্ত একটি সমাজ চাই।

তার নির্দেশনা অনুযায়ী সিআরবিতে পরিবেশ সুরক্ষা হয়েছে। ইট পাথরের নগর নয়, ঐতিহ্যগতভাবে গাছগাছালি ও পাহাড় ঘেরা এই শহরকে রক্ষা করার আবেদন জানাই। যারা পরিবেশবিরোধী অপকর্ম করছে তাদের চিহ্নিত করে অবশ্যই আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।  

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, সিরাজুল ইসলাম, মো. লোকমান, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আনজুমান আরা বেগম, মো. জুয়েল, লিটু দাশ বাবলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।