ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৬ লাখ টাকা জরিমানা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে পাওয়া পচা মিষ্টি।

চট্টগ্রাম: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার নেতৃত্বে কর্ণফুলী উপজেলায় পরিচালিত অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালিত হয়।

 

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানিয়েছেন, অভিযানে  মাসুদ অ্যাগ্রো ফুড প্রসেসিং কোম্পানি লিমিটেডকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা মেয়াদোত্তীর্ণ ঘি দিয়ে খাদ্যপণ্য উৎপাদন এবং পচা শুঁটকি সংরক্ষণ করেছিল।

 

আধুনিক চকলেট ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাধ্যতামূলক নিবন্ধনের ব্যত্যয় ঘটিয়ে চকলেট উৎপাদন, কাঁচামাল সংরক্ষণে অব্যবস্থাপনা, ফুড এডিটিভস ও উৎপাদিত পণ্যের মেয়াদে সামঞ্জস্যতা না থাকায় জরিমানা করা হয়েছে।  

নূর সুইটসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন পরিবেশ, বর্জ্য ভেজাল সংরক্ষণ,  পোড়া তেলের ব্যবহার, পচা মিষ্টি সংরক্ষণ, বিচারিক কার্যক্রমে অসহযোগিতা করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।  

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়ক স্টাফসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ফারহান ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।