ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করছে যুবলীগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করছে যুবলীগ ...

চট্টগ্রাম: নগর যুবলীগ পথচারীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে।  মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১টায় এনায়েত বাজার ওয়ার্ডের তিনপোলের মাথায় এক হাজার পথচারীকে পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন। উপস্থিত ছিলেন নগর যুবলীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, যুবলীগ নেতা রণজিৎ দে, এমএ আওয়াল, শিবু প্রসাদ চৌধুরী, নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন তালুকদার, মহিউদ্দিন রনি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, উপ ক্রীড়া সম্পাদক শাহজাহান সানি, এনায়েত বাজার যুবলীগ নেতা রতন ঘোষ, মো. জাহেদ, আবু তাহের রানা, মো. ফরিদ, সামির সাকিব চৌধুরী, তৌহিদুল ইসলাম মিথুন, সোহানুর রহমান সোহান, রানা দাশ, রকি ঘোষ, রায়হান হোসেন সংগ্রাম, সানি দত্ত, টুটুল দাশ, শুভ দত্ত, কাজী ইসমাইল সাকিব, ইমরান শাহরিয়ার, আবদুল আওয়াল রুবেল, নাঈম গণি রিজভী, টিপু দে, আবদুল করিম, রাজু দাশ, মো. খায়রুন, অর্ঘ্য ভৌমিক, যুবরাজ খাস্তগীর, দিব্য খাস্তগীর, পরাগ বিশ্বাস প্রমুখ।

মাহবুবুল হক সুমন বলেন, যুবলীগ সর্বদা নিপীড়িত ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করে। তাই যখন সারাদেশে তীব্র তাপদাহে সাধারণ মানুষের কষ্ট পাচ্ছে তখন আমাদের এনায়েত বাজারের যুবলীগের নেতা কর্মীরা ঘরে বসে নেই। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কাছে পাঠিয়েছেন সুপেয় পানি, ওরস্যালাইন দিয়ে আপনাদের কষ্ট লাঘব করতে। তীব্র তাপদাহে দিনে দিনে বেড়ে চলেছে গরমের তীব্রতা। এ সময় পথচারীদের তীব্র তাপদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে যুবলীগ নেতাকর্মীরা নিরন্তর কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।