ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চার ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন পাহাড়তলী বিভাগীয় অফিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
চার ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন পাহাড়তলী বিভাগীয় অফিস ...

চট্টগ্রাম: বকেয়া বিল পরিশোধ না করায় প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী বিভাগীয় অফিস।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

এতে পূর্বাঞ্চলের কন্ট্রোল কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।  

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় পাহাড়তলী কন্ট্রোল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

পরে রেলওয়ে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাহাড়তলী শাখার সঙ্গে যোগাযোগ করেন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করবে পিডিবিকে চিঠি দেয় রেলওয়ে। পরে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে সংযোগ চালু করে দেন।  

পাহাড়তলী কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা বাংলানিউজকে বলেন, প্রায় ৪ ঘণ্টার মতো বিদ্যুৎ ছিল না। আমাদের আইপিএস ব্যাকআপ ছিল। এতে কোনো গাড়ির সিডিউল বিপর্যয় হয়নি।  

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কিছুক্ষণ বিদ্যুৎহীন ছিল। পরে বকেয়া বিল পরিশোধের আশ্বাসে পুনরায় সংযোগ চালু করে দেয় পিডিবি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।