ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় মাটি কাটার দায়ে দুইজনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মে ৩, ২০২৪
সাতকানিয়ায় মাটি কাটার দায়ে দুইজনকে জরিমানা ...

চট্টগ্রাম: সাতকানিয়ায় রাস্তার পাশে মাটি কাটার দায়ে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (২ মে) এওচিয়া ইউনিয়নে ছনখোলা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস।

 

জানা গেছে, বৈদ্যুতিক খুঁটি ও রাস্তার পাশে মাটি কাটার সময় কিরণ সিকদার ও আহমদ কবিরকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে কিরণকে ১ লাখ টাকা ও আহমদ কবিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ০৩, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।