ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে বজ্রপাতে আহত কৃষকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, মে ৯, ২০২৪
বোয়ালখালীতে বজ্রপাতে আহত কৃষকের মৃত্যু  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে বজ্রপাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উত্তম চৌধুরী (৫৫) নামের এক কৃষক।

তিনি আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামের মৃত লাল মোহন চৌধুরীর ছেলে।

বুধবার (৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

চিকিৎসাধীন অবস্থায় উত্তম চৌধুরীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান।

 

এর আগে সোমবার (৬ মে) বিকেল ৩টার দিকে জমিতে ধান কাটার সময় উত্তম চৌধুরী বজ্রপাতে ঝলসে যান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠান।

চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমদ বাংলানিউজকে বলেন, ওই ব্যক্তির শরীরের ২০ শতাংশ পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় শ্বাসনালী।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মে ০৯, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।