ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইনজীবী হত্যার প্রতিবাদে চবিতে বিক্ষোভ সমাবেশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
আইনজীবী হত্যার প্রতিবাদে চবিতে বিক্ষোভ সমাবেশ ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: নগরের আদালত ভবনের অদূরে জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা 'উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না', 'ইসকন আর সনাতন, এক নয় এক নয়', 'হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী সাব্বির হোসাইন রিয়াদ বলেন, পরাজিত ফ্যাসিস্টরা এখনও নানান নীলনকশা তৈরি করছে।

তারা দফায় দফায় সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা করছে। আজ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার মধ্য দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তারা।  আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।  

চবি শিক্ষার্থী আহসান উল্লাহ বলেন, আপনারা জানেন ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ বিভিন্ন রুপে ফেরার চেষ্টা করছে। আইনজীবী সাইফুলকে যারা হত্যা করেছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় যে আগুন জ্বলে উঠবে, তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। ছাত্রসমাজ আবারও মাঠে নামতে বাধ্য হবে।  

সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।