ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চাঁদাবাজির অভিযোগ, এনসিপির সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২০, আগস্ট ১২, ২০২৫
চাঁদাবাজির অভিযোগ, এনসিপির সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে আবারও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।  

এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে দলটি।

রোববার (১০ আগস্ট) প্রকাশিত এক ভিডিওতে নিজাম উদ্দিনকে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়।  

ভিডিওতে তাকে আফতাব হোসেন রিফাত নামের এক ব্যক্তির সঙ্গে অর্থ লেনদেন নিয়ে কথা বলতে শোনা যায়।

ভিডিও ফাঁসের ঘটনায় সোমবার (১১ আগস্ট) নগর এনসিপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।  

নগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিনের সই করা নোটিশে নিজাম উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম নগরের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে, গত ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে এক নারী দুই কোটি টাকা চাঁদা না দেওয়ায় তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন।  

সেই সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর শাখার সদস্যসচিব ছিলেন। অভিযোগের ভিত্তিতে তার পদ স্থগিত করা হলেও পরবর্তীতে তা ফেরত দেওয়া হয়।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।