ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ল্যান্ড করেই রানওয়েতে ফ্লাইট আটকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মে ১০, ২০২৪
ল্যান্ড করেই রানওয়েতে ফ্লাইট আটকা ...

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট ১২ মিনিট আটকে ছিল।

শুক্রবার (১০ মে) সকালে হাইড্রোলিক প্রেসারজনিত সমস্যার কারণে এ ঘটনা ঘটে।

১৯৮ জন যাত্রী ও ক্রু ছিলেন ওই ফ্লাইটে।  

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বাংলানিউজকে বলেন, দুবাই থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটটি সকাল ৮টা ৪০ মিনিটে ১৯১ জন যাত্রী ও সাতজন ক্রু নিয়ে বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

ফ্লাইটটির হাইড্রোলিক প্রেসার প্রবলেমের কারণে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে।  

সকালেই ফিরতি ফ্লাইটে ১৭৪ যাত্রী নিয়ে শারজাহ ফিরে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। কিন্তু ত্রুটি সারাতে শুক্রবার সকালের নির্ধারিত ফিরতি ফ্লাইট বাতিল করতে হয়। এরপর বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। কারিগরি ত্রুটির সারিয়ে ফ্লাইটটি রাতে চট্টগ্রাম ছাড়ার শিডিউল রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মে ১০, ২০২৪
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।