ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করলো ‘কনফার্ম অ্যাকাডেমি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, মে ১৮, ২০২৪
বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করলো ‘কনফার্ম অ্যাকাডেমি’

চট্টগ্রাম: নগরের চকবাজারের রসায়ন শিক্ষা প্রতিষ্ঠান কনফার্ম অ্যাকাডেমির উদ্যোগে ‘রসায়ন কঠিন নয়, বেসিক ও টেকনিক জানতে হয়’এই শ্লোগানে কনফার্ম এওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৮ মে) এ অনুষ্ঠানের আয়োজন করা করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদুল আলম।  

কনফার্ম অ্যাকাডেমির পরিচালক মোহাম্মদ মনছুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. নওশাদ চৌধুরী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডা. এস এম সাফায়েত এবং ডা. আমজাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে চবি প্রক্টর, উপস্থিত ছাত্র-ছাত্রীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে সৎ মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।  

সবশেষে অতিথিরা পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান করেন।  

এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ২০২৩-২০২৪ সালে মেডিক্যাল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন আবরার ত্বহা, মাইশা সামিরা চৌধুরী, জারিন তাসনিম শৈলী, অপূর্ব দত্ত রাজ, আবু বক্কর সিদ্দিক সিফাত, জুলকিফুল আবেদিন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মে ১৮, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।