ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহাসড়কে যত্রতত্র পার্কিং, গুনতে হলো জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
মহাসড়কে যত্রতত্র পার্কিং, গুনতে হলো জরিমানা  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও চট্টগ্রাম-বান্দরবান মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে যত্রযত্র পার্কিং করা গাড়িকে জরিমানা করা হয়েছে।  

শুক্রবার (১৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সাতকানিয়া উপজেলার কেরানিহাটে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়কে অবৈধভাবে পাকিং করার দায়ে একটি বাস, একটি ট্রাক, একটি মাইক্রো, দুইটি সিএনজি অটোরিকশাকে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পাঁচ জনকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা প্রদান করা হয়।  

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বাংলানিউজকে বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আজকের এ অভিযান।

অভিযানে যত্রযত্র গাড়ি পার্কিং করে যানজটের সৃষ্টি করায় জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অভ্যাহত থাকবে।  

অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।